বাংলারভূমি দাগের তথ্য খতিয়ান রেকর্ড নকশা দেখুন অনলাইনে জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর দিয়ে। বাংলার ভূমি জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন।
বাংলারভূমি দাগের তথ্য খতিয়ান রেকর্ড নকশা দেখুন অনলাইনে জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর দিয়ে খুবই সহজে। বাংলারভূমি দাগের তথ্য খতিয়ান ডাউনলোড ওয়েবসাইট। বাংলার ভূমি সংস্কার বিভাগ ভূমি সংক্ৰান্ত সকল তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট হলো বাংলারভূমি। আপনি যদি পাচিমবঙ্গের বাসিন্দা হন ও বাংলার ভূমি দাগের তথ্য , বাংলার ভূমি খতিয়ান , নকশা , রেকর্ড অনুসন্ধান করতে চান জমির দাগ নম্বর দ্বারা তাহলে এই অনুচ্ছেদটি অবশই আপনার উপকারে আসবে।
বাংলারভূমি হলো একটি ই-পরিষেবা ওয়েবসাইট যার মাধ্যমে জমি সংক্রান্ত সকল তথ্য পাবেন। জমির ক্ষেত্রফল , জমির মালিকের নাম , অনলাইনে খতিয়ান দেখা , প্লটের নম্বর ,রেকর্ড , জমির সরকারি দাম ও আরো অনেক প্রয়োযনীয় তথ্য পাবেন বাংলারভূমি ওয়েবসাইটের মধ্যে।
বাংলারভূমি দাগের তথ্য খতিয়ান রেকর্ড - Banglarbhumi Land Records Plot Information Khatian
বাংলারভূমি একটি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রান ও পুনর্বাসন দপ্তর। Banglarbumi ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রাজ্যের জমি বা প্লটের সকল সঠিক তথ্য ও রেকর্ড উপলব্ধ। এই ওয়েবসাইটের সহায়তায় সকল জমির দাগের তথ্য খতিয়ান রেকর্ড নিজেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে দেখতে এবং Download করতে পারবেন।
বাংলারভূমি ওয়েবসাইট কি - What is Banglarbhumi Portal
বাংলারভূমি ওয়েবসাইটের ব্যাবহার - Use of Banglarbhumi
- [tab]
- Land Records
- বাংলারভূমি দাগের তথ্য , বাংলার ভূমি খতিয়ান ও রেকর্ড দেখতে পাবেন , আপনার জমি বা Plot নকশা মালিকানা Check করতে পারবেন জমির দাগ নম্বর ও খতিয়ান নং দিয়ে।
- Online Application
- সকল প্রকার Online Application করতে পারবেন যেমন -Mutation, Conversion, Warish, Land Revenue (খাজনা), No Due Certificate ইত্যাদি।
- Service Request
- আপনি Online Request নথিভুক্ত করে Signed ROR/PI/PLM , Plot Information, Plot Map, Mouza Map ডাউনলোড বা Delivery পেতে পারেন BLR অফিস থেকে।
- Service Status
- যে সকল Online Request আপনি নথিভুক্ত করেছেন সেই Application গুলির Current Status বা বর্তমান স্থিতি আপনি অনলাইন Check করতে পারবেন যেমন Mutation Status, Conversion Status, Warish Status এবং Mutation Plot Khatian Status।
- Others Service
- এছাড়াও eChallan Service, RS-LR Information, GRN Search, Land Classification, Mouza Map ইত্যাদি service উপলব্ধ আছে এই ওয়েবসাইটে।
বাংলারভূমির সরাসরি কিছু লিঙ্ক এবং বিস্তারিত তথ্য - Direct Link and Details of Banglarbhumi
Service ( পরিষেবা ) | Source ( উৎস ) |
---|---|
Name of Portal ওয়েবসাইটের নাম |
Banglarbhumi বাংলারভূম |
Owned / Founder of this Portal ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা |
Government of West Bengal পশ্চিমবঙ্গ সরকার |
Department বিভাগ | Land & Land Reforms and Refugee Relief and Rehabilitation Department ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রান ও পুনর্বাসন দপ্তর |
Purpose of this Portal এই ই-পরিষেবা লক্ষ |
To provide property details, Land records, khatian, Mouza Information, Map ভূমির বিবরণ, জমির নথি, খতিয়ান, মৌজার তথ্য, নকশা প্রদান করা |
Official Website Link | https://banglarbhumi.gov.in |
Application Form Download | https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Forms |
বাংলারভূমি ওয়েবসাইটে Sign Up প্রক্রিয়া - Banglarbhumi Registration Process
বাংলারভূমি ওয়েবসাইটে Registration বা Sign Up করা খুবই সহজ পক্রিয়া। Registration করার জন্য একটি Email id আর একটি Active Mobile no অবশই দরকার। আপনার কাছে যদি Email id এবং Mobile no থাকে তাহলে নিচের সহজ কিছু পক্রিয়া অনুসরণ করে আপনি ২ মিনিটের মধ্যে Regiestration করতে পারবেন।
- আপনার মোবাইলে বা কম্পিউটারের browser থেকে বাংলারভূমি ওয়েবসাইটটি open করুন।
- এই ওয়েবসাইটের উপরে মাঝামাঝি Sign up এ ক্লিক করুন।
- Public Registration Form এ আপনার সকল তথ্য পূরণ করবেন।
- Public Registration Form এর মধ্যে Name, Guardians Name, Address, User Type-Citizen, Police Station, District, Email id ও Mobile Number পূরণ করুন।
- এখন আপনার Email id এবং Mobile Number এ একটি OTP আসবে সেটি এখানে পূরণ করুন।
- Password দিন এবং একই Password টি Confirm Password এ পূরণ করুন।
- সবার শেষে Captcha Code পূরণ করুন এবং Submit করুন।
Sign in করুন বাংলারভূমি ওয়েবসাইটে
বাংলারভূমি ওয়েবসাইটে Sign in করার জন্য উপরের Sign up প্রক্রিয়াটি অবশই Compete করুন কারণ Sign in করার জন্য একটি User Name এবং Password প্রয়োজন।
- আপনার মোবাইল বা কম্পিউটার থেকে Banglarbhumi ওয়েবসাইট Open করুন।
- উপরের মাঝামাঝি Sign in এ ক্লিক করুন।
- আপনার User Name ( আপনার দেওয়া মোবাইল নম্বর ) ও Password পূরণ করুন।
- Captcha Enter করুন ( Captcha Code বুজতে না পারলে নতুন Captcha code এর জন্য Refresh এ ক্লিক করবেন ) সর্বশেষ Login এ ক্লিক করুন।
বাংলার ভূমি দাগের তথ্য খতিয়ান ডাউনলোড - অনলাইনে খতিয়ান দেখা
বাংলার ভূমি দাগের তথ্য খতিয়ান অনলাইনে দেখার জন্য আপনাকে উপরের Sign Up এবং Sign in Process গুলি Complete করতে হবে। অনলাইনে খতিয়ান দেখা সহজ একটি Process যেটা আপনি বাড়িতে বসে Check করতে পারবেন। নিম্নলিখিত Process গুলি Follow করবেন।
- বাংলার ভূমি Official Website টি Open করবেন যেকোনো Google Chrome Browser থেকে।
- Know Your Property অপসন এ ক্লিক করুন।
- Mouza Identification এর মধ্যে আপনার District, Block, Mouza সিলেক্ট করুন ➣ আপনার Khatian Type সিলেক্ট করুন (Normal Khatian / Lease Khatian / FHTD Khatian) ➣ এরপর Search by Plot সিলেক্ট করুন ও Plot No Input করুন ➣ Captcha Code Input করবেন।
- সবার শেষে View এ ক্লিক করে ভূমি দাগের তথ্য খতিয়ান নাম্বার বের করুন।
বাংলারভূমি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর - People Also Ask the Question
- [accordion]
- বাংলারভূমির official ওয়েবসাইট কি ?
- বাংলারভূমির Official ওয়েবসাইট হলো https://banglarbhumi.gov.in
- জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে মালিকের নাম কিভাবে বের করতে হয় ?
- বাংলার ভূমি ওয়েবসাইটে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে মালিকের নাম দেখার জন্য Sign in করবেন , এরপর Know Your Property ক্লিক করুন ➣ Mouza Identification এর মধ্যে District, Block, Mouza চয়ন করুন ➣ Option এর মধ্যে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার চয়ন করে সেটি Input করুন ➣ সর্বশেষ Captcha Code Input করুন এবং View এ click করবেন।
- জমির দাগ নাম্বার কিভাবে বের করব অনলাইনে ?
- বাংলার ভূমি ওয়েবসাইটটি (https://banglarbhumi.gov.in) open করুন এবং Know Your Property এ ক্লিক করুন ➣ District, Block, Mouza , Khanian বা Plot No দিয়ে Captcha Code দিয়ে View এ ক্লিক করে জমির দাগ নাম্বার বের করুন।
Tag :
- [message]
- Disclaimer of this Post
- Bangla Tech Tips বাংলারভূমির Official Website না। আমরা এখানে কেবল মাত্র পাঠকদের তথ্য দেওয়ার উপলক্ষে এই পোস্টটি উপস্থাপনা করেছি এবং আমরা আসা করবো এটি পাঠকদের অনেক সাহায্য করবে। এই উপস্থাপনায় কোনো ভুল ত্রূটি থাকে আমাদের সাথে যোগাযোগ করুন , আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটি সঠিক করবো। আরো বিশদ জানে আমাদের Disclaimer পাঠ করুন। ধন্যবাদ।
COMMENTS